ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পরিবেশবান্ধব ঢাকা গড়তে ক্বাফীকে নির্বাচিত করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, এপ্রিল ২১, ২০১৫
পরিবেশবান্ধব ঢাকা গড়তে ক্বাফীকে নির্বাচিত করার আহ্বান আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)

ঢাকা: পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে আবদুল্লাহ আল ক্বাফীকে (কাফি রতন) নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ক্বাফীর পক্ষে প্রচারণা শেষে মোহাম্মদপুর বেড়িবাঁধে আলম মার্কেটের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এ আহ্বান জানান।



এম এম আকাশ বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকার স্বাস্থ্যকর পরিবেশ এখন ইতিহাসের বিষয়। ময়লা, দুর্গন্ধ আর দূষণের নগরী এখন ঢাকা। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বামপন্থীদের সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীকে নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, ঢাকার অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সর্বাধিক ভূমিকা রেখে চলেছেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের অধিকারও নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, লুটেরা পরগাছাদের স্বার্থে নয়, গরিব-মেহনতী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের স্বার্থে সিটি কর্পোরেশন পরিচালিত করতে হবে। সেজন্য সাধারণ মানুষের স্বার্থের পক্ষের প্রার্থী ক্বাফীকে নির্বাচিত করতে হবে।

সমাবেশে উপস্থিত আবদুল্লাহ আল ক্বাফী বলেন, নির্বাচিত হলে বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে যাব। আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ শ্রম ও মেধা নিয়োগ করব।

কাফি রতনের নির্বাচনী প্রচারণায় ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ, কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান, শ্রমিক নেতা আসলাম খান, যুব নেতা খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ক্বাফী হাতি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।