ময়মনসিংহ: ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের ওপর হামলা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে শহরতলী শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তাকে বহনকারী প্রাইভেটকার ভাংচুর ও তার চালক আলমগীরকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের কমপক্ষে ১০টি পয়েন্টে বিক্ষোভ মিছিল করে। এতে করে শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ অভিযোগ করে বলেন, একটি প্রাইভেটকারযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফিরছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে প্রাইভেটকার ভাংচুর করে। এ সময় তাকে হত্যার প্রচেষ্টাও করা হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাইভেটকার চালক আহত হন।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের থানাঘাট, গাঙ্গিনারপাড়সহ কমপক্ষে ১০টি পয়েন্টে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেছে আরিফ অনুসারী শহর ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারা সন্ত্রাসীদের দাতভাঙা জবাব দেয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করে শ্লোগান দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম প্রথমে বিষয়টি জানেন না বলে মোবাইলফোনের লাইন কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বিএস