ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন কাজী জাফর আহমদ মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার কোনো ধরনের গণতান্ত্রিক রীতি-নীতির তোয়াক্কা করে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত সংসদ নির্বাচন যেমন, সিটি কপোরেশন নির্বাচন তেমনই বলে প্রমাণিত হয়েছে।
কাজী জাফর আরও বলেন, আমরা এই ফ্যাসিবাদী হামলা ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করছি।
সরকারি মদদপুষ্ট দুষ্কৃতিকারীরা হামলা করেছে বলেও মন্তব্য করেন কাজী জাফর।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২১০৫
ইএস/এমজেএফ