ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচন

৮ প্রার্থীকে ২৯ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, এপ্রিল ২২, ২০১৫
৮ প্রার্থীকে ২৯ হাজার টাকা জরিমানা

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৮ প্রার্থীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


 
এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটিতে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২১ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। যেসব প্রার্থীকে অর্থদণ্ড করা হয়েছে তারা হলেন- নুর হোসেন, ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, শামীমা আক্তার ও মো. তোফায়েল আহমেদ। তাদের সবার বিরুদ্ধে বড় আঁকারের পোস্টার ছাপিয়ে প্রচারণার অভিযোগ ছিলো।
 
এছাড়া উত্তর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থী আজমত হোসেন, গৌতম রাজবংশী ও সোমাকেও মোট ৮ হাজার টাকার অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
 
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।