ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ডাক-বাংলোতে অবস্থান কর্মসূচি শেষে ৮৫তম পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা সরকার দিতে পারে না। অথচ দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, কৃষিমন্ত্রী নারী তাহলে নারীদের নিরাপত্তা সরকার দিতে পারছে না কেন?
স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সভাপতি কাজী ইমান আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর নবী সোহেল, জেলা সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক রাজা, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আব্দুল হামিদ উদ্দিন মাস্টার, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি প্রশান্ত বিশ্বাস, ছাত্রনেতা উল্লাস, লিংকন প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, একজন মুক্তিযোদ্ধা আমি ফুটপাতে শুয়ে আছি। অথচ দেশের পুলিশ আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। পুলিশ দিয়ে চুরি করান, আমার আর একটা কোটা যদি চুরি করে নেন তাহলে আপনার অফিসের সামনে অবস্থান নেব। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে পরিণতি খুব খারাপ হবে।
তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে কুকুর, ছাগল, মোরগ ছাড়া কোন ভোটার ছিল না। মাঠে একা একা খেলা হয় না। শেখ হাসিনার কাছে সবচেয়ে অপ্রিয় হলো দেশের মানুষ। খালেদা জিয়ার নাম নেওয়া ছাড়া তিনি নামাজ পড়েন না। খালেদা জিয়া ও জামায়াত যদি এতো খারাপ হয় তাহলে তাদের জেলে পাঠিয়ে দেন।
বঙ্গবীর বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে আমি রাজাকার বলেছিলাম। আমার বিরুদ্ধে মামলা হয়েছে। জেলখানায় জায়গা নেই। জেল খানা ভরে গেছে। আজ দেশে অশান্তি বিরাজ করছে।
বর্তমানে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের এমপি মোসলেম উদ্দিন তিনি পাকিস্তানের সঙ্গে ছিলেন। আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ না করলেই রাজাকার।
ময়মনসিংহ বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করেছে। বিভাগ তো না ময়মনসিংহবাসীকে ললিপপ দিয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বিএস