ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৬টা থেকে এ হরতাল কর্মসূচি চলছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবথি আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। তার গাড়ি বহর রাজধানীর কারওয়ান বাজারে পৌছালে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।
এ সময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) ৩ সদস্যসহ আরও কয়েকজন আহত হন। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর সন্ধ্যায় পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও বুধবার সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম হরতালের আওতামুক্ত থাকবে।
মওদুদ বলেন, যত বাধাই আসুক না কেন নির্বাচনী প্রচারণা তাদের অব্যহত থাকবে।
খালেদা জিয়া আজ কয়েকদিন ধরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএস