ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জোটের প্রার্থীর পক্ষে মাঠে থাকতে চায় না জামায়াত

নাজিম উদ্দিন খান লিয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, এপ্রিল ২২, ২০১৫
জোটের প্রার্থীর পক্ষে মাঠে থাকতে চায় না জামায়াত

ঢাকা: অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপিপন্থী বিশিষ্ট নাগরিক ও ব্যক্তিদের সংগঠন ‘‘আদর্শ ঢাকা আন্দোলন’’ ১০ এপ্রিল(শুক্রবার) ঢাকার দুই সিটিতে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তাতে নিজেদের দলের প্রার্থীদের নাম না থাকায় জোটের প্রধান শরীক বিএনপির ওপর চরম ক্ষুব্ধ জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সংগঠনটির একাধিক সূত্র থেকে এমন তথ্য জানা যায়, শুক্রবার ঐ তালিকা প্রকাশ হবার পরই তারা সেটি প্রত্যাখান করেছে। শুধু তাই নয়, এরই মধ্যে জোট-সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত থেকেও সরে আসতে চাইছে দলটি।  

সূত্র জানায়, জোট-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত থেকে পার্টির অনেক নেতা সরে আসতে চাইছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র আরো জানায়, জামায়াতের প্রধান দাবি, যেসব ওয়ার্ডে তাদের কাউন্সিলর প্রার্থী রয়েছে সেসব ওয়ার্ড থেকে বিএনপির প্রার্থীদের সরে দাঁড়াতে হবে। আর এই বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতার সাথে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের আলোচনা চলছে।

আর এই আলোচনার ফলাফলের ওপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সূত্রটি জানায়।

বিএনপির ওপর ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক মহানগর নেতা বাংলানিউজকে বলেন, ‘কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজী-- এই নীতি যদি কেউ অবলম্বন করে চলে তাহলে তো তার সাথে কাজ করা কঠিন হয়ে পড়ে। জোটের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিলো সবচেয়ে বেশি। জোটের কর্মসূচিগুলোর সফলতার পেছনে আমাদের অবদানই সিংহভাগ। তাহলে আমাদের কেন মূল্যায়ন করা হবে না?

তিনি বলেন, ‘ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থী ঠিক করলো জোট। সেখানে আমাদের ডাকা হলো না । আমাদের মতামত নেওয়া হলো না। আবার ‘‘আদর্শ ঢাকা আন্দোলন’’ ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী বলে যাদের তালিকা প্রকাশ করলো তাদের সাথে আমাদের পরিচয় নেই। এখানেও তো জোটের নেতৃবৃন্দরা আমাদের সাথে কথা বললো না, আলোচনা করলো না । এককভাবে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য জোট হতে পারে না। তাই যদি হয়, তাহলে তো জোটে থাকাটাও এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে! 

মহানগরের এই নেতা বলেন, ‘দলের সিনিয়র নেতারা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আশা করি আমাদের দাবি মেনে নেওয়া হবে। যদি তা না হয় তাহলে হয়তো দল কঠোর সিদ্ধান্ত নিতে পারে। কারণ জোটের এমন আচরণ আমাদের দলের সিনিয়র নেতাদের থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীকেই হতবাক করেছে।  

তিনি বলেন, ঢাকার কাউন্সিলর পদে আমরা ছাড় দিতে পারবো না। যেসব ওয়ার্ডে আমাদের কাউন্সিলর প্রার্থী আছে সেখান থেকে বিএনপি তাদের প্রার্থীদের সরিয়ে না নিলে আমরাও জোটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য মাঠে কাজ করা বন্ধ করে দেব। শুধু যেসব ওয়ার্ডে আমাদের প্রার্থী রয়েছে সেখানেই আমাদের নেতাকর্মীরা কাজ করবেন। অন্যত্র নয়।

‘২০ দলীয় জোট থেকে সরে আসার সম্ভাবনা আছে কি?’--- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগেই বলেছি পুরো বিষয়টি নিয়ে আমাদের দলের সিনিয়র নেতাদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আলোচনা চলছে। এরপর দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের নেতাকর্মীরা মেনে নেবে। ২০ জোটে থাকবো কি থাকবো না এখনই এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। ’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,‘‘আদর্শ ঢাকা আন্দোলন ’’ ঢাকা উত্তর ও দক্ষিণের ৯৩টি ওয়ার্ডে ৮৫ জন এবং ৩১টি সংরক্ষিত ওয়ার্ডে ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করে।

এদিকে জামায়াত যে ২৬টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তার ২৩টিতেই বিএনপি-সমর্থিত প্রার্থী রয়েছে। বাকি ৩টি ওয়ার্ডেও বিএনপির প্রার্থী আছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১৯ জন জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তরে ৯জন এবং দক্ষিণে ১০ জন। এছাড়া ঢাকার উত্তরে ৪ জন ও দক্ষিণে ৩ জন নারীকে সংরক্ষিত ওয়ার্ডে জামায়াত সমর্থন দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।