ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাবেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় তিনি প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
সূত্রাপুর থানা প্রাঙ্গণ থেকে শুরু করে সকাল ১০টায় বঙ্গবাজার মোড়, বেলা ১১টায় ভিক্টোরিয়া পার্ক, দুপুর আড়াইটায় ধোলাইখালের চিশতিয়া কমিউনিটি সেন্টার, সাড়ে ৩টায় টিপু সুলতান রোডের সলিমুল্লাহ কলেজ এবং সাড়ে ৪টায় হোটেল আল-রাজ্জাক এর সামনে গণসংযোগ চালাবেন তিনি।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমএম/এটি