খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে খুলনায়।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত নগরীর কোথাও হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল ও সমাবেশ দেখা যায়নি।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়। রাস্তায় পিকেটিং না থাকায় চলাচল স্বাভাবিক রয়েছে গণপরিপবহনসহ সব ধরণের যানবাহনের।
এছাড়াও খোলা রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান পাট। তবে শপিংমল এবং বড় বিপণিবিতান গুলো বন্ধ থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমআরএম/এএস/এসইউ