ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজ এলাকা থেকে বুধবারের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ।
বুধবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে গণসংযোগ শুরু করেছেন বলে তিনি বাংলানিউজকে জানিয়েছেন।
ইডেন মহিলা কলেজ ও আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে বেলা ১২টার দিকে ফকিরাপুল এলাকায় একটি পথসভায় অংশ নেবেন বলেও জানান তিনি।
এতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ওয়ারীর টিকাটুলীর অভিসার সিনেমা হলের সামনে থেকে বেলা ১২টায় তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তিনি জানিয়েছেন, ওয়ারী, টিকাটুলী ও গোপীবাগের আশপাশের এলাকার তিনটি ওয়ার্ডে বুধবারের এই গণসংযোগ করা হবে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
টিএইচ/এটি/