ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রচারণার ১৬তম দিনে মাঠে নেমেছেন আনিসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ২২, ২০১৫
প্রচারণার ১৬তম দিনে মাঠে নেমেছেন আনিসুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রচারণার ১৬তম দিনে মাঠে নেমেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর মুসলিম বাজার এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ প্রচারণা শুরু হয়েছে।



মুসলিম বাজার এলাকায় প্রচারণাকালে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাই। এতে জনমনে স্বস্তি ফিরে আসবে।

বিএনপির চেয়ারপারসন খালেদ‍া জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারে তিনি বলেন, আমি জানতে পেরেছি একজন গাড়িবহর নিয়ে তার এক প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমি সবাইকে আচরণবিধি মেনে চলতে অনুরোধ করবো।
 
এ প্রচারণায় আনিসুল হকের সঙ্গে রয়েছেন তার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ।
 
মুসলিম বাজার এলাকায় প্রচারণা শেষে মিরপুর-১২’র মোল্লাহ বস্তি হয়ে বাউনিয়া বাধ এলাকায় যাওয়ার কথা রয়েছে আনিসুল হকের। বিকেল ৩টায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে মনিপুর স্কুল হয়ে ভাষানটেক এলাকাতেও যাওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।