ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি তাবিথের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, এপ্রিল ২২, ২০১৫
সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি তাবিথের তাবিথ আউয়াল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নগর নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জনিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

বুধবার (২২ এপ্রিল) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে তিনি এ দাবি জানান।



এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাফরাবাদ, রায়েরবাজার, পুলপাড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালান তিনি।

আগামী ২৬ এপ্রিলের আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তাবিথ বলেন, সেনা বাহিনী দৃশ্যমান হতে হবে। তাছাড়া আমরা আশ্বস্ত হতে পারছি না।

তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তা নেই। প্রতিদিনই ২০ দলীয় জোটের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। পাশাপাশি সরকার দলীয় কর্মীদের কাছে থেকে হুমকিও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তিন-তিনবার হামলা করা হয়েছে।

তাবিথ আরও বলেন, যতই হুমকি দেওয়া হোক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট নির্বাচনে এসেছে। জনগণের রায় নিয়ে নির্বাচিত হলেই এসব হুমকির প্রকৃত জবাব দেওয়া হবে।

ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করতে চান এবং প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তাবিথ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমআইএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।