ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হরতালের প্রভাব পড়েনি সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ২২, ২০১৫
হরতালের প্রভাব পড়েনি সিলেটে

সিলেট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতালে প্রভাব পড়েনি সিলেটে।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর কোথাও কোনো মিছিল ও সমাবেশের খবর পাওয়া যায়নি।



সরেজমিন দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সিলেট রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। এছাড়াও বড় বিপণিবিতান ছাড়া খোলা রয়েছে সব দোকানপাট।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, নগরীর বিভিন্ন স্থানে নাশকতা রোধে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এনইউ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।