ঢাকা: সিটি নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মাঠে নামাকে ইতিবাচক বলেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হাজারীবাগের ঢাকা ট্যানারী মোড়ে ট্যানারী ব্যবসায়ী, শ্রমিক ও অন্যান্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সিটি নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়া মাঠে নামায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি তাকে স্বাগত জানাই। তবে গাড়ি বহর আর নেতাকর্মীদের ভিড়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ ব্যাপারে অনুরোধ করবো তাকে।
সেনা মোতায়েনের ব্যাপারে তিনি জানান, এটা একটা ভাল সিদ্ধান্ত। মানুষ নিরাপদে ভোট দিতে পারবে।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমইউএম/এসইউ