ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন কাঙ্ক্ষিত নয়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, এপ্রিল ২২, ২০১৫
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন কাঙ্ক্ষিত নয় এমাজউদ্দীন আহমদ

ঢাকা: নির্বাচন কমিশনকে (ইসি) অনেক কিছু বলার পর, তারা কিছু হালকাভাবে বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু তারা যে দায়িত্ব পালন করছে, সেটা কাঙ্ক্ষিত নয়।



বুধবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয় নগরে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে ইসি’র যে ভূমিকা ছিল, এখনকার ভূমিকার মধ্যে কোনো পার্থক্য নেই। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, গাড়ি ভাঙচুর এবং সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীদের বাধা এবং গ্রেফতার সেটাই প্রামাণ করে।

কয়েক দিন থেকে যা ঘটছে তা খুবই নিন্দনীয় বলে জানান তিনি।

এমাজউদ্দীন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রতি কেন্দ্রে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে হবে।


তিনি বলেন, সিটি নির্বাচনের প্রক্রিয়াটাই ছিল হঠাৎ। তবে আমরা দোষ চাপাতে চাই না। জনগণের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য ইসির কাছে আহ্বান জানাচ্ছি।

এমাজউদ্দীন বলেন, খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারণায় নামায় সরকার অখুশী হয়েছে। তার গাড়িবহরে হামালা কারা করেছে দেশবাসী সবই দেখেছে, জেনেছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে নির্বাচনক কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ, কোষাধ্যক্ষ মাহমুদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।