ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাসে পেট্রোলবোমা মেরে ইসলামের কথা মানায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, এপ্রিল ২৩, ২০১৫
বাসে পেট্রোলবোমা মেরে ইসলামের কথা মানায় না মতিয়া চৌধুরী

ঢাকা: বাসে পেট্রোলবোমা মেরে যারা মানুষ হত্যা করেছে, তারা আবার ইসলামের কথা বলেন, তারা হেদায়েতের কথা শোনান। এরা নির্লজ্জ, ইতর ও মানবতাবিবর্জিত।



বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

১৯৫০ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাকিস্তানি শাসকদের গুলিতে নির্বিচারে নিহত আট বিপ্লবী স্মরণে বাংলাদেশের সাম্যবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, বাসে গর্ভবতী নারীকে পেট্রোলবোমা মেরে হত্যা করা হয়েছে, নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে। যারা পুড়িয়ে মেরেছে তারাই ইসলামের কথা বলে, আমাদের হেদায়েতের কথা বলে। ইতর, নির্লজ্জ ও পিশাচ না হলে, মানবতাবিবর্জিত না হলে এমন কাজ কেউ করতে পারে না।
 
তিনি বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মর্মান্তিক ও পৈশাচিক। ওই দিন নিরস্ত্র এসব বন্দিদের নির্যাতন ও গুলি করে হত্যা করা হয়। তাদের আত্মদান দেশের মুক্তি ও গণতন্ত্র উত্তোরণে ভূমিকা রেখেছে।
 
পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা ও পরে কর্নেল আবু তাহেরকে ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে হত্যা করা একই ধরনের ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
টিএইচ/এসএ/এটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।