ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, এপ্রিল ২৪, ২০১৫
বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার আবুল খায়ের বাবলু

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ টালি অফিসের সামনে নির্বাচনী প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়।



আবুল খায়ের বাবলু সাবেক কমিশনার ও আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল, সে জন্য তাকে ধরা হলো। এছাড়া ধানমন্ডি থানায় তার নামে তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।