ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, এপ্রিল ২৪, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের এক নেতাকে অস্ত্রসহ আটকের ঘটনায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোড় এলাকায় অবস্থান নেয় তারা।



এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। সড়কের উভয়পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে, সড়কে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা  আটক ছাত্রলীগ নেতা ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজের মুক্তি দাবি করে স্লোগান দিচ্ছেন।

বিষয়টি  নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বাংলানিউজকে জানান, আমরা মহাসড়কে রয়েছি। বিষয়টি দেখছি। পরে কথা বলব।

এর আগে সকালে ছাত্রলীগ নেতা সবুজকে বিশ্ববিদ্যালয়ের পাশের শালবন এলাকা থেকে অস্ত্রসহ আটক করে র্যাব-১১ এর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।