ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফের ভোটের মাঠে নামছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ২৪, ২০১৫
ফের ভোটের মাঠে নামছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: একদিন বিরতি দিয়ে আবারও ভোটের মাঠে নামছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে ভোট চাইতে শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার পর মাঠে নামার কথা রয়েছে তার।



বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিএনপি প্রধানের মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা।

প্রচারণায় নেমে গত সোমবার (২০ এপ্রিল) থেকে বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত টানা তিনদিন হামলার শিকার হয় খালেদার গাড়িবহর। হামলায় তাকে বহনকারী গাড়ি ও তার সিকিউরিটি ফোর্সের সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। সেসব কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাঠে নামেননি বিএনপি চেয়ারপারসন।
 
বৃহস্পতিবার তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস বাংলানিউজকে জানিয়েছিলেন, গাড়ি মেরামত হলেই আবার বের হবেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকেএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।