ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, মে ৭, ২০১৫
ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্য‍ালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।



সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পহেলা বৈশাখের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ১০ মে (রোববার) বেলা ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে।

পাশাপাশি একই দাবিতে ওইদিন সারা দেশের সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ঘটনায় জড়িত যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার, কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার, প্রক্টরের অপসারণ, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাসস্থান-শিক্ষাঙ্গন-কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয়ভাবে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সহ-সভাপতি আবু তারেক সোহেল, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ০৭,২০১৫
এলকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ