ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের কাউন্সিলের তারিখ ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, মে ৮, ২০১৫
ছাত্রলীগের কাউন্সিলের তারিখ ঘোষণা ছবি: দীপৃু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নতুন নেতৃত্ব গড়ে তুলতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আগামী ২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে।



এর আগে ২৮ মে ঢাকা মহানগর উত্তর, ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৮ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএ/এসএন/এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ