ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পাগলাপীরে জামায়াতের ২ নেতাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, জুন ১৩, ২০১৫
পাগলাপীরে জামায়াতের ২ নেতাসহ গ্রেফতার ৪ ছবি: প্রতীকী

রংপুর: গোপন বৈঠক করার সময় রংপুরের পাগলাপীর এলাকা থেকে জামায়াতের দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-পাগলাপীর এলাকার সেক্রেটারি ফুলু মিয়া (৪০), রংপুর সদর উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল গনি (৪৫) ও বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী জানান, জামায়াতের পাগলাপীর এলাকার সেক্রেটারি ফুলু মিয়ার বাড়িতে কয়েকজন নেতাকর্মী আলী আহসান মুজাহিদের আপিলের রায় নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার বিষয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ফুলু মিয়া ও আব্দুল গনিসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের বাকি সদস্যরা পালিয়ে য়ায়।

গ্রেফতারকৃতদের নামে থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই হোসেন আলী।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।