ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সরকার স্বস্তিতে থাকতেই বিএনপিকে ভাঙতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, জুন ২৪, ২০১৫
সরকার স্বস্তিতে থাকতেই বিএনপিকে ভাঙতে চায় ছবি:সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার স্বস্তিতে থাকার জন্যই  বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।



‘জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।

বিশেষ অতিথির বক্তব্যে আহমদ আজম খান বলেন, সরকার স্বস্তিতে নেই। কারণ, তারা জানে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তাই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ধবংস করতে চায়। জনগণের  বিএনপিকে ধবংস করতে চায়। আর এজন্যই বিএনপিতে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করতে  নানা ধরনের কল্পকাহিনী তৈরি করা হচ্ছে।

আহমদ আজম খান বলেন, যতোই কল্পকাহিনী তৈরি করা হোক কোনো লাভ হবে না। বিএনপিকে ভাঙা যাবে না। কারণ, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.( অব.) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এইচ এম আব্দুল হালিম, বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এলকে/এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।