ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজনৈতিক সংকট নিরসনে ছাত্রদেরই অগ্রণী ভূমিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জুন ২৫, ২০১৫
রাজনৈতিক সংকট নিরসনে ছাত্রদেরই অগ্রণী ভূমিকা

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সেক্রটারি আহমদ আব্দুল কাইয়ূম।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর ফুলবাড়িয়া মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলন ও  ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল। কিন্তু আজ ছাত্র রাজনীতির নাম শুনলে মানুষ ভয় পায়। এখন এর কার্যকরী পরিবর্তনের জন্য ছাত্রদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় ছাত্রদের তিনি সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।