ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৮, জুন ২৯, ২০১৫
মণিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

যশোর: যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জাননো হয়।



যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বিষযটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মণিরামপুর উপজেলা ছাত্ররীগের কমিটির বয়স প্রায় ৯ বছর। ওই কমিটির নেতাদের ছেলেদেরই এখনকার ছাত্রলীগে নেতৃত্বে আসার বয়স হয়েছে। এছাড়াও ওই কমিটির নেতারা বিয়ে করে কর্মক্ষেত্রে প্রবেশ করার কারণে দীর্ঘদিন মণিরামপুরে ছাত্রলীগের নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আগের কমিটি বিলুপ্ত করে খুব শিগগিরই মণিরামপুরে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম রিয়াদ বলেন, যশোরের যেসব শাখা ছাত্রলীগের কমিটির বয়স বেশি হয়েছে। সেসব কমিটি অতিদ্রুত বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রলীগকে গতিশীল করা হবে।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।