ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুলাই ৩, ২০১৫
বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

ফলে বিক্ষোভকারীরা মিছিলটি নিয়ে শহরের সাতমাথা এলাকায় প্রবেশ করতে পারেনি।



শুক্রবার (৩জুলাই) বেলা ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মসজিদের উত্তর দিক দিয়ে শহরের ফতেহ আলী বাজার হয়ে নবাববাড়ী সড়ক ধরে সাতমাথার দিকে রওয়ানা হয়। নবাববাড়ী রোডের সদর ফাঁড়ি পুলিশের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

পরে সেখানেই দলের জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল মতীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আ ন ম মামুনুর রশীদ, সদর উপজেলার সভাপতি মাওলানা শাহ জালাল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।