ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গা বাঁচাতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুলাই ৩, ২০১৫
গা বাঁচাতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার

ময়মনসিংহ: সরকার গা বাঁচাতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছিল বলে মন্তব্য করেছেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী নেতারা।

শুক্রবার (০৩ জুলাই) বাদ জুম্মা শহরের ঐতিহ্যবাহী বড় মজসিদের সামনে লতিফ সিদ্দিকীর জামিনের প্রতিবাদ ও তাকে পুনরায় গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।



ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মোমেনশাহী জেলা সভাপতি মুফতি মহিব্বুলাহর সভাপতিত্বে ও মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জেলা সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা আমীর ইবনে আহমদ, খেলাফত মজলিসের মাওলানা সিদ্দীকুর রহমান, নেজামে ইসলামী পার্টির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্টেশন রোড, গাঙ্গিনারপাড় হয়ে নতুনবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা জুলাই ০৩, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।