ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, দাবি বিএনপির

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জুলাই ৪, ২০১৫
কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, দাবি বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার (০৪ জুলাই) এক বিবৃতিতে রহুল কবির রিজভীর অসুস্থতার খবর জানানো হয়।



বিবৃতিতে আসাদুজ্জামান রিপন জানান, গত পাঁচ মাসের অধিক সময় কারান্তরীণ থাকার ফলে রিজভীর শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমাবনতি হচ্ছে। কারাগারে পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচণ্ড ব্যথার কারণে রিজভী হাঁটাচলা করতে পারছেন না বলেও জানান রিপন।

বিএনপির এই মুখপাত্র অবিলম্বে রুহুল কবির রিজভীর শারীরিক অসুস্থতা বিবেচনায় এনে তাকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।