ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ইনু-সুরঞ্জিতের বক্তব্যের নিন্দা ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জুলাই ২২, ২০১৫
ইনু-সুরঞ্জিতের বক্তব্যের নিন্দা ছাত্রদলের

ঢাকা: জিয়াউর রহমান ও তারেক রহমানকে জড়িয়ে সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে বিএনপির ছাত্র সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



ছাত্রদল নেতারা বলেন, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্য ‘মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রলাপ’। সরকারের কৃপাদৃষ্টি পেতে ইনু মাঝে মধ্যেই অসংলগ্ন কথাবার্তা বলে থাকেন। এই বক্তব্যও তার মধ্যে একটি।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক ঘরের শত্রু বিভীষণ’ বলে সুরঞ্জিতের দেওয়া বক্তব্য সব হারানো এক ব্যক্তির দলীয় প্রধানকে তোষামোদী করার চেষ্টা। তিনি প্রলাপ বকছেন।

সুস্থ রাজনীতির স্বার্থে সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়ে মামুনুর রশীদ মামুন ও মো. আকরামুল হাসান বলেন, নয়তো অল্প কিছু বাচাল রাজনৈতিক নেতার জন্য মানুষের মনে সব রাজনীতিবিদ সম্পর্কে ভুল ধারণা জন্মাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।