ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিদেশ যেতে হাইকোর্টের দ্বারস্থ ফালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জুলাই ২২, ২০১৫
বিদেশ যেতে হাইকোর্টের দ্বারস্থ ফালু মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু

ঢাকা: বিমানবন্দরে বাধা পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে তাকে বিদেশ যাওয়ার সুযোগ দিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।



বুধবার (২২ জুলাই) হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

এখন এ আবেদন অন্য বেঞ্চে নিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ফালুর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, বুধবার আবেদনটি শুনানি করতে গেলে আদালত কোনো আদেশ না দেওয়ায়  আবেদনটি ফিরিয়ে নেই। ফলে আবেদনটি আদালতে (নট প্রেস রিজেক্টেড) উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।  

নাশকতার মামলায় দীর্ঘদিন কারাবন্দি থেকে গত ২৪ জুন জামিনে মুক্তি পান মোসাদ্দেক আলী ফালু। এরপর ২৭ জুন শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ইএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।