ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফখরুলসহ ১২ নেতাকর্মীর চার্জ শুনানি ১০ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুলাই ২৩, ২০১৫
ফখরুলসহ ১২ নেতাকর্মীর চার্জ শুনানি ১০ সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: মতিঝিল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চার্জ গঠনের দিন ধার্য ছিল।

কিন্তু ফখরুল অসুস্থ মর্মে তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাকিয়া পারভীন এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর মতিঝিল থানা এলাকায় ককটেল বিস্ফোরণ অভিযোগে উক্ত থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেছিলেন।

২০১৩ সালের ১৪ ডিসেম্বর এ মামলায় ফখরুলসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।