ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সভাপতিকে মুক্তি দিলে সম্মেলনে যাবে ছাত্রদল

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুলাই ২৪, ২০১৫
সভাপতিকে মুক্তি দিলে সম্মেলনে যাবে ছাত্রদল রাজিব আহসান

ঢাকা: ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে মুক্তি এবং দেশের বিভিন্ন ক্যাম্পাসের সহাবস্থানের সুযোগ দিলে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে যেতে আপত্তি নেই ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি শুক্রবার (২৪ জুলাই) বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের সম্মেলনে যেতে আমাদের কোনো আপত্তি নেই।

কিন্তু একদিকে আমাদের সভাপতিকে বিনা দোষে, মিথ্যা অভিযোগে আটক রাখবেন, অন্যদিকে আমাদের আমন্ত্রণ জানাবেন, তাতো হতে পারে না। তাই আগে আমাদের সভাপতিকে জামিনে মুক্তি দেওয়া হোক, তারপর যাওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে।

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ছাত্রদলের সভাপতিকে তো ছাত্রলীগ গ্রেফতার করেনি। তাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সুতরাং তিনি মুক্তি পাবেন কিনা, তা তারাই বলতে পারবেন।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে সহাবস্থানের ব্যাপারে সোহাগ বলেন, ছাত্রদল নেতাকর্মীদের আমরা ক্যাম্পাসে ঢুকতে দিই না, এটা ঠিক না। তবে অছাত্র, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের আপত্তি আছে। তারা ক্যাম্পাসে ঢুকতে চাইলে অবশ্যই প্রতিহত করবে ছাত্রলীগ।

আগামী শনি ও রোববার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনে ছাত্রদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ছাত্রলীগের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ছাত্রদল কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। ছাত্রদলের পক্ষে তা গ্রহণ করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি।

এর আগে রোববার (২০ জুলাই) রাত ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে মাদক পাচারের অভিযোগে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে দুমকি থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।