ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জুলাই ২৬, ২০১৫
ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৬ জুলাই) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল দশটায় দ্বিতীয় অধিবেশন শুরুর পর ভোটগ্রহণ শুরু হয় বেলা সাড়ে ১১টায়। বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনের পুরোটা সময় ধরে ভোটগ্রহণ চলবে।

নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরুর পর সভাপতি পদে ৮০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী ছিলেন সভাপতি পদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জন। তবে তাদের বেশিরভাগই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের পর সর্বশেষ হিসেবে সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩০ জনের নিচে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ভোটগ্রহণ চলাকালেও অনেকে মৌখিক ঘোষণায় প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

সারা দেশের কাউন্সিলাররা শীর্ষ ওই দুই পদে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। সব মিলিয়ে ভোটার সংখ্যা দুই হাজার ৯৭৫ জন।

নির্বাচন পরিচালনা করছেন তিন নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, মুস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। সার্বিক তত্ত্বাবধানে আছেন বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এর আগে শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসএ/আরএম/এএসআর

** ছাত্রলীগের নতুন নেতৃত্বে সাইফুর-জাকির?
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।