ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা আদালতে এম কে আনোয়ায়ের হাজিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
কুমিল্লা আদালতে এম কে আনোয়ায়ের হাজিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে সোমবার (০৩ আগস্ট) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নালিশি আদালত-৫ এ হাজিরা দেন তিনি।

হাজিরা শেষেই কুমিল্লা ত্যাগ করেন তিনি।
 
এম কে আনোয়ারের আইনজীবী মো. হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে হাজির হয়েছেন এম কে আনোয়ার। তবে মামলার মূল নথি সেশন কোর্টে  থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নথি দেখা সাপেক্ষে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানান তিনি।

চৌদ্দগ্রামে পেট্রলবোমায় ৮ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি  চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।

ওই হামলায় প্ররোচনার অভিযোগে এম কে আনোয়ারসহ বিএনপির কেন্দ্রীয় কয়েক নেতাকেও আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।