ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আইনের প্রতি বিএনপি নেতাদের শ্রদ্ধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
আইনের প্রতি বিএনপি নেতাদের শ্রদ্ধা নেই মাহাবুব-উল-আলম হানিফ/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইন ও বিচার ব্যবস্থার প্রতি বিএনপি নেতাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

তিনি বলেছেন, বিএনপি এদেশের জন্মকে সমর্থন করতে পারেনি।

তাই এদেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের যৌথ সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহাবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

হাইকোর্টে খালেদা জিয়ার আপিল খারিজ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আইন সবার জন্য সমান নয়। এ অভিযোগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ আরও বলেন, বিচার ব্যবস্থা এক পাক্ষের হয় কিভাবে? কোন যুক্তিতে বিএনপি বিচার ব্যবস্থাকে এক পক্ষের বলেছে? খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে এতিমের টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলায় ৪৮ বার তারিখ পড়েছে, তিনি হাজিরা দিতে যাননি। এটা নজিরবিহীন ঘটনা।

হানিফ প্রশ্ন রাখেন, এরপরও কিভাবে তারা বলেন আইন এক পক্ষের? আসলে তাদের আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন, রাষ্ট্রের প্রতি আস্থা নেই। আর এ কারণেই তারা এমন অভিযোগ করেছেন। আসলে রায় তাদের পক্ষে গেলে সঠিক আর পক্ষে না গেলে ঠিক না।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাংলদেশের জন্মকে তারা সমর্থন করতে পারেনি বলেই আইন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই।  

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, জন্মদিন উদযাপন করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। এ দেশের হাজার বছরের আবহমান সংস্কৃতিতে আছে মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেকে অনেক উৎসবই পালন করেন না। খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন করে যে হীনমন্যতার পরিচয় দিয়েছেন সেটা তিনি আবার দেবেন কিনা এটা তার ব্যাপার। তবে আমরা আহ্বান জানাবো এমনটা আর না করার।

প্রেস ব্রিফিংয়ে মাহবুবু-উল-আলম হানিফ জাতীয় শোক দিবস নিয়ে ৪০ দিনব্যপী কর্মসূচি যথাযথ মর্যাদায় সার্বজনীনভাবে পালন করার আশাবাদ ব্যক্ত করেন। এ যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।