ঢাকা: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকের পর সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় মন্ত্রিসভা। এছাড়া বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবুর, বঙ্গবন্ধুর ছেলে শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর আত্মীয় যারা শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মন্ত্রিসভা।
এ সময় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসএমএ/এবি