ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্রদল সভাপতি রাজীবের ১৬ দিনের রিমান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, আগস্ট ১২, ২০১৫
ছাত্রদল সভাপতি রাজীবের ১৬ দিনের রিমান্ড

ঢাকা: পল্টন থানায় দায়েরকৃত ৮ মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এসব মামলায় ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।



আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় ২ দিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমআই/এসআর

** ছাত্রদল সভাপতিকে রিমান্ডে নেওয়ায় নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।