ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্ত করতে লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, একজন নেত্রী যখন বলেন খবর আছে, তার মানে ষড়যন্ত্র চলছে।
বুধবার খালেদা জিয়া আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের খবর আছে। ক্ষমতায় বেশি দিন নেই। এর জবাবে এ মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার দুপুরে (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু: অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) ব সভার আয়োজন করে। সভায় এমএল সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া সভাপতিত্ব করেন।
মোহাম্মদ নাসিম বলেন, এ খবরের উৎস লন্ডনে আছে। তাই তাড়াহুড়ো করে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, লন্ডনে যান। কিন্তু চক্রান্ত করবেন না। আপনার কারণে নেতাকর্মীরা পালিয়ে ও জেলে আছেন। চক্রান্ত করলে ২০ দলীয় জোট নিঃস্ব হয়ে যাবে। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন, তখন আপনাদের সঙ্গে লড়াই হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, কমউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াহেদুল ইসলাম, ন্যাপ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদ আহ্বায়ক রেজাউল হোসেন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এফবি/আরইউ/এএ