ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় শোক দিবসে খালেদা জিয়া যদি এবার কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করেন তাহলে বাংলার জনগণই তাকে উচিত জবাব দেবে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া বিগত সময়ে জাতীয় শোক দিবসে কেক কাটায় ক্ষমা চাওয়ার পরিবর্তে যদি এবারও জন্মদিন উদযাপন করেন তবে বাংলার মানুষ তার উচিত জবাব দেবে। এই অন্যায় আর মেনে নেবে না।
তিনি বলেন, আমরা অপেক্ষায় আছি বিগত সময়ে ১৫ আগস্ট কেক কাটার জন্য খালেদা জিয়া ক্ষমা চাইবেন। একই সঙ্গে প্রত্যাশা করি, তিনি সেই গর্হিত কাজটি আগামীকাল (জাতীয় শোক দিবস) করবেন না। যদি তিনি সেই গর্হিত কাজ করেন তবে জনগণই এর উচিত জবাব দেবে।
খালেদা জিয়া তিন বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। অথচ তার চার-পাঁচটা জন্মদিন। বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশে হলে তিনি রাজনীতিতে অযোগ্য বিবেচিত হতেন।
এ আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ক’টি খুচরা, নাম ও প্যাড সর্বস্ব দল নিয়ে খালেদা জিয়া ২০ দলীয় জোটের বৈঠক করেছেন। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, তারা জামায়াতের সঙ্গ ছাড়বেন না। আর ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে একাত্তর-পঁচাত্তরের ঘাতক এবং বর্তমানে যারা হত্যাকাণ্ড চালাচ্ছেন তাদের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি অভিনেতা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আভিনেতা এটিএম শামসুজ্জমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসকে/এটি