ঢাকা: ট্যাংক নিয়ে ঘাতকেরা যে পথ ধরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবনে হত্যা করতে গিয়েছিল, সে পথ ধরে আলোর মিছিল করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।
‘অন্ধকার দূর করতে’ এ আলোর মিছিলের আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটির মাঠ থেকে এ মিছিল শুরু হয়। যাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বরের উদ্দেশে।
মিছিলের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে জাতিকে যে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল, তারই কন্যা শেখ হাসিনা সে জাতিকে আবার আলোর পথে নিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর খুনিদের নিশ্চিহ্ন করতে এবং স্বাধীনতাবিরোধীদের দেশ থেকে বিতাড়িত করতে প্রয়োজনে দেশে আরও একটি মুক্তিযুদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা. আগস্ট ১৪, ২০১৫
এসএ/কেএইচ/এইচএ