ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক লক্ষ্য করে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক লক্ষ্য করে ককটেল ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বৈঠককে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



এসময় প্রতিমন্ত্রী সরদহ কলেজ পরিচালনা কমিটির সভা করছিলেন। তবে এতে কেউ হতাহত হননি।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কলেজের অধ্যক্ষের কক্ষে বৈঠক চলাকালে পর পর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

এদিকে, শাহরিয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে সরদহ এলাকাটিতে জামায়াত-বিএনপি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে রেখেছিল। প্রশাসনকে বলার পর কিছুটা কমেছে। তবে এখনও তাদের নির্মূল করা যায়নি।

আতঙ্ক ছড়াতে তারা এ হামলা চালাতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।