ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, আগস্ট ১৮, ২০১৫
খালেদার ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করা হবে ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার চলমান ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ।

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যেভাবে ব্যর্থ সৈনিকের মতো বাসায় ফিরে যেতে বাধ্য করেছি, একইভাবে তার ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করবো। কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চেয়েছেন। সন্দেহ হয়, চিকিৎসার জন্যই যাবেন কিনা! চিকিৎসার জন্য হলে লন্ডন কেন? কত উন্নত দেশই তো আছে! আমার মনে হয়, তিনি গভীর ষড়যন্ত্র করতে যাবেন। লন্ডনে সারাবিশ্বের মাফিয়া-সন্ত্রাসীদের সঙ্গে দেখা করবেন। সিডিউল পাননি বলে যাননি। এমনও হতে পারে, দুর্নীতির মামলায় সাজা হবে ভেবে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে চান।

সারাদেশে দলীয় কোন্দলের বিষয়ে শাজাহান খান বলেন, নিজেরা নিজেদের প্রতিপক্ষ ভাবলে হবে না। ছাত্রলীগ-যুবলীগের প্রতিপক্ষ ৭১’র পরাজিত শক্তি। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তোমরা যুদ্ধ করে স্বাধীনতাবিরোধীদের নিশ্চিহ্ন করবে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে ও ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’র সভাপতি সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।