ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৯ আগস্ট) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি মোখলেছুর রহমান।
রিজভী আহমেদ বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ এ কারাবন্দি রয়েছেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান রিজভী। এছাড়া বাকি দু’টি মামলা জামিনের জন্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
কিন্তু ১৭টি মামলার দু’টিতে আপিল বিভাগ জামিনের ওপর স্থগিতাদেশ দেন।
এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৬ আগস্ট হাইকোর্টে রিট করেন রিজভী।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১৯,২০১৫
ইএস/জেডএস