ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি পুনর্গঠনে বাধা দিচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিএনপি পুনর্গঠনে বাধা দিচ্ছে সরকার ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি পুনর্গঠনে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম।
 
বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবক দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।


 
নজরুল ইসলাম বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে দলের পুনর্গঠন ব্যাহত হচ্ছে।
 
দল পুনর্গঠনে সহযোগিতা করতে কেন্দ্রীয় নেতাসহ সব নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এ নেতা।
 
বিএনপি বহুবার কাউন্সিল করতে চাইলেও কেন্দ্রীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মীকে সরকার গ্রেফতার করে কাউন্সিল করতে দেয়নি বলেও অভিযোগ এ নেতার।
 
উপজেলা, পৌর ও জেলা কমিটি করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কমিটি হয়ে গেলে কাউন্সিল হবে। এতে বাধা না দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
 
বিএনপির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, মামলা, দমন, নিপীড়ন করে আন্দোলন ঠেকানো যাবে না, তা আওয়ামী লীগের চেয়ে বেশি কে জানে।
 
তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের অধিকার বা গণতন্ত্র কোনোটাই নিরাপদ নয়। জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের ভোটে নির্বাচিত একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হোক এটা বিএনপি চায়। এ নির্বাচনে জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে।
 
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে সংগঠনের সভাপতি হাবিবুন নবী সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ নেতাদের আসতে সরকার বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরইউ/জেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।