ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে মহাবাকশালের শাসন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
দেশে মহাবাকশালের শাসন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: গণতন্ত্র ও আইনের শাসনের পরিবর্তে দেশে মহাবাকশালের শাসন চলছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আকন্দ ওয়াহিদ বলেন, দিনে দিনে লাশের গন্ধে ভারী হচ্ছে বাতাস। মত প্রকাশের স্বাধীনতা ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। ভোটারবিহীন অবৈধ এ সরকার দেশকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলমগীর মাহমুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, রতন আকন্দ, মাহবুব আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।