ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এদেশে অনেক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। যারা পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর কোনো ইতিহাস রাখেননি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মিলনায়তনে তিনি এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আ হ ম মুস্তফা কামাল বলেন, তরুণ প্রজন্মের কাছ থেকে জাতির পিতাকে দূরে রাখতেই পাঠ্যপুস্তকে রাখা হয়নি তাকে। তবে ১৯৯৬ সালের পরে বইয়ের পাতায় বঙ্গবন্ধুর ইতিহাস ঠাঁই পেয়েছে।
‘বাঙালি জাতিকে আপন করতে পেরেছিলেন জাতির পিতা। কিন্তু আমাদের দুর্ভাগ্য দেশে বঙ্গবন্ধুকে নিয়ে কথা উঠে। আমরা দেখেছি আমেরিকায় একটি শিশু জন্ম নিলে তার মা বলেন ছেলে একদিন জর্জ ওয়াশিংটন হবে, দক্ষিণ আফ্রিকায় হলে বলেন নেলসন ম্যান্ডেলা হবে। কিন্তু কিছু স্বাধীনতার বিপক্ষের শক্তি বঙ্গবন্ধুকে নিয়ে কথা তোলে। তবে আমার বিশ্বাস তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে নতুন করে জানবে এবং বুঝতে শিখবে। ’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমআইএস/এমএ