ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী কারাগারে

চাঁদপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-দুই এ জামিন আবেদন করেন তারা।

এসময় আদালতের বিচারক শায়লা শারমিন জামিন নামঞ্জুর করে ৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, জামায়াত নেতা আবদুল মান্নান ও ইউনুছ রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছরের ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে ৮১ জনের নামে মামলা করেন। এই ৩৪ জন ওই মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।