ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মানুষ হাসিনা-খালেদাকে আর চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
‘মানুষ হাসিনা-খালেদাকে আর চায় না’ হুসেইন মুহম্মদ এরশাদ

রংপুর: ‘দেশের মানুষ শেখ হাসিনা-খালেদা জিয়াকে আর দেখতে পারে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর খারুয়াবান্ধা দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় জাপা আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।



সভার প্রধান অতিথি এরশাদ বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনা-খালেদা জিয়াকে আর দেখতে পারে না। সে কারণে তাদের পরাজিত করে আমাদের ক্ষমতায় আসতে হবে। অনেক হয়েছে, আর নয়। আগামী নির্বাচনে অবশ্যই এককভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

আর নির্বাচন নিরপেক্ষ হলে জাতীয় পার্টি অবশ্যই ক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মমিনপুর ইউনিয়ন জাপার সভাপতি মাসুদার রহমান চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, জেলা জাপার সাধারণ সম্পাদক হোসেন মকবুর শাহারিয়ার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদর উপজেলা জাপার সভাপতি আবেদ আলী ক্যাশিয়ার প্রমুখ।

এরশাদ বলেন, আওয়ামী লীগ আর বিএনপি, এ দু’টি দলকে কেউ ভালো বলে না। এ দুই দলই দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি আশ্বাস দিয়ে বলেন, অত্যাচার আর দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলেই রংপুরে গ্যাস আসবে। এর আগে, বিএনপি ক্ষমতায় আসার পর বগুড়ায় গ্যাস গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোপালগঞ্জে গ্যাস গেছে। আমরা ক্ষমতায় এলে অবশ্যই অবশ্যই রংপুরে গ্যাস আসবে।

দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দল শক্তিশালী হয় না উল্লেখ জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির মধ্যে যে ফাটল দেখা দিয়েছে তা বন্ধ করতে হবে। যারা দলকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।