ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজশাহী নগর বিএনপির সম্পাদক জেলগেট থেকে ফের আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৯, আগস্ট ২১, ২০১৫
রাজশাহী নগর বিএনপির সম্পাদক জেলগেট থেকে ফের আটক

রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে জেলগেট  থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।



তিনি জামিন পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক  করে।

তবে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মহানগর গোয়েন্দা পুলিশের ওসি খন্দকার জাহেদুল ইসলাম মিলন ফোন রিসিভ করেন নি।  

একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য মতে, কারাগার থেকে বের হয়ে গেটের সামনে আসামাত্রই শফিকুল হক মিলনকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ২৬ জুলাই পুলিশের দায়ের করা নাশকতার ৫টি মামলায় শফিকুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়। ওইদিন তিনি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে মূখ্য মহানগর আদালতের বিচারক মিজানুর রহমান জমিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শফিকুল হক মিলনের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাও রয়েছে। ওই মামলার তিনি চার্জশীটভুক্ত আসামি। তবে ওই মামলাতেও জামিনে রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।