ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, আগস্ট ২১, ২০১৫
পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জয়বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।



সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম শাহরিয়ার মিল্টন, রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ সভাপতি স্মরণীকা রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।